Tomare Legeche Eto Je balo Lyrics (তোমারে লেগেছে এত যে ভালো)
তোমা্রে লেগেছে এত যে ভালো চাদ বুঝি তা জানে। Song Details: Song: Tumare Legeche Eto Je Valo Singer: Agon & Kanak Chapa Movie
Song Details:
Song: Tumare Legeche Eto Je Valo
Singer: Agon & Kanak Chapa
Movie : Ghayel
Starring : Omor Sani & Alo
Tomare Legeche Eto Je Valo Lyrics In Bangla:
তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে, তাই সে আমারে টানে…
তাই সে আমারে টানে,
তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে.
রাতের বাসরে দোসর হয়ে, তাই সে আমারে টানে…
তাই সে আমারে টানে.
রাতের আকাশে তারার মিতালি
আমারে দিয়েছে সুরের গীতালী
কত যে আশা তোমার এ মনে
জ্বালিয়ে আমি রেখেছি দ্বীপালী
আকুল ভ্রোমরা বলে সে কথা
বকুলের কানে কানে
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে
এত যে কাছে পেয়েছি তোমারে
এত যে প্রীতি দিয়েছো আমারে
এত যে পাওয়া, কেমনে সহিবো
একাকী আমি নীরব আঁধারে
আকুল পাপিয়া ছড়ায় সে কথা
বাতাসের কানে কানে
চাঁদ বুঝি তা জানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে
তোমারে লেগেছে এত যে ভালো
চাঁদ বুঝি তা জানে
রাতের বাসরে দোসর হয়ে
তাই সে আমারে টানে
তাই সে আমারে টানে