(টাপা টিনি) Tapa Tini Lyrics Belashuru | Iman Chakraborty
টাপা টিনি গানটি হল বেলাশুরু সিনেমার গান। গানটি গেয়েছেন ইমন, অনন্যা ও উপালি। কথাকার ও সুরকার হলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। টাপা টিনি লিরিক্স।
Tapa Tini Lyrics in Bengali:
আশ্বিন ফাগুন মাসে পরানঘাসে
নতুন বিয়ের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আলতা কোণে
নতুন বিয়ের ফুল ফুটিছে (২ বার)
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে
হেই হো পিয়ালী রে
হেই হো দুলালী রে
আশ্বিন ফাগুন মাসে পরানঘাসে
নতুন বিয়ের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আলতা কোণে
নতুন বিয়ের ফুল ফুটিছে
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?
নকশা কাটা, পানের বাটা
মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে
খোঁপার কাঁটা, চন্দন বাঁটা
সোহাগ রাতের প্রেসাদ সবার জন্যে
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?
আশ্বিন ফাগুন মাসে পরানঘাসে
নতুন বিয়ের ফুল ফুটিছে
উথালি পাথালি মনে আলতা কোণে
নতুন বিয়ের ফুল ফুটিছে
ঢাকাই শাঁখা, নৌকো আঁকা
গাঙের গাঙের ভাসে ঘুঘুর সই লে
পালকি চরে, নদীর চরে
ডাগর চোখের মিষ্টি নোঙর কই লে
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?
নতুন বিয়ের ফুল
নতুন ঝিঙে ফুল
বাঁধলো সখী চুল, বিবিয়ানা
নতুন বিয়ের ফুল
নতুন কানের দুল
বাঁধলো সখী চুল, বিবিয়ানা (২ বার)
ইনি বিনি টাপা টিনি
টানা টুনি টাসা
সাহেব বাবুর বউ এয়েছে
দেখতে ভারী খাসা
উলো কুটি ধুলো কুটি
গৌরী হেন ঝি
তোর কপালে বুড়হা বর
করবো আমি কী?
Tapa Tini Lyrics in English Transliteration:
Ashwino phaguno mase poran ghase
Notun biyer phool futiche
Uthali pathali mone aalta kone
Notun biyer phool futiche
Hei ho piyali re
Hei ho dulali re
Hei ho piyali re
Hei ho dulali re
Ini bini tapa tini
Tana tuni tasa
Saheb babur bou eyeche
Dekhte vari khasa
Ulo kuti dhulo kuti
Gouri heno jhi
Tor kopale burha bor
Korbo ami ki?
Noksha kata paner bata
Mukh dhekeche sukh sayor er kone
Khopar kanta chondon banta
Sohag raater presad sobar jonnye