Kodom Tolay Boshe Achi Nagaur Kanhaiya | কদম তলে বসে আছে নাগর কানাইয়া kodom tolay boshe achi nagaur kanhaiya lyrics
Kodom Tolay Boshe Achi Nagaur Kanhaiya Song - Download Kodom Tolay Boshe Achi Nagaur Kanhaiya mp3 song free online. Kodom Tolay Boshe Achi Nagaur Kanhaiya ...
Song Info: Singer : Abhishek Aich
Lyrics : Santu Das
=====================================
Lyrics:
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া
কোমর দুলাইয়া গো রাধে কোমর দুলাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া
আহা কোমর দুলাইয়া
সোনার মতন অঙ্গ তাহার মেঘ বরণ চুল ,
সোনার মতন অঙ্গ তাহার মেঘ বরণ চুল ,
নেচে নেচে চলে রাধা খোঁপায় গেন্দা ফুল,
আহা নেচে নেচে চলে রাধা
খোঁপায় গেন্দা ফুল।
এসো রাধে কুঞ্জ বনে, খেলবো হোলি তোমার সনে,
দিও নাকো দূরে সরাইয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি, তোমারে নিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
বাঁশিতে নাম লেখা আছে তোমারই প্রিয়া,
আহা তোমারই প্রিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
প্রেম সাগরে ডুব দিয়েছি তোমারে নিয়া,
তোমারে দেখিয়া আমি হেরেছি হিয়া,
রাধা হেরেছি হিয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
কদমতলে বসে আছে নাগর কানাইয়া
যায় বিনোদি রাধারাণী কোমর দুলাইয়া